Wednesday, March 12, 2025
Latest Newsরাজ্য

অসমে উচ্ছেদ, নির্বিচারে গুলিবর্ষণ, হত্যাকাণ্ড ও পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে যৌথ স্মারকলিপি প্রদান

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: কলকাতার অসম ভবনে জামাআতে ইসলামী হিন্দ, জমিয়তে উলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদীস, মুসলিম পার্সোনাল ল’ বোর্ড, কোলকাতা খেলাফত কমিটি ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে যৌথ স্মারকলিপি প্রদান করা হল। উল্লেখ্য বিজেপি পরিচালিত অসম সরকার ও তার পুলিশ বাহিনী অসমের দরং জেলায় নাগরিকদের জোরপূর্বক বাড়ি ঘর থেকে উচ্ছেদ করছে। উচ্ছেদ অভিযানের নামে পুলিশ ন্যক্কারজনক গুলিবর্ষণ করে, এতে দুজন নিহত হয়। এর প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে মঙ্গলবার অসম ভবনে স্মারকলিপি প্রদান করা হয়।

এই স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, সকল অপরাধীদের বিচারের অওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা, উচ্ছেদকৃত সকল পরিবারকে পুনর্বাসন দেওয়া ও সব ধরনের উচ্ছেদ অভিযান বন্ধ করা, পুলিশি সন্ত্রাস অবিলম্বে বন্ধ করা ইত্যাদি। এই স্মারকলিপি প্রদানে জামাআতে ইসলামী হিন্দের পক্ষ থেকে রাজ্য সম্পাদক সাদাব মাসুম ও সাবির আলী, জমিয়তে উলামায়ে হিন্দের কলকাতা জেলা সভাপতি হাফিজ আব্দুর রাজ্জাক নাকসবান্দী, জমিয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক মাওলানা মারুফ সালাফী, মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা আবু তালেব রাহমানী, কলকাতা খেলাফত কমিটির সাধারণ সম্পাদক জনাব নাসির আহমেদ সহ বিশিষ্ট জন প্রতিনিধিত্ব করেন।

 

Leave a Reply

error: Content is protected !!