দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসম এনআরসি নিয়ে তুমুল বিতর্ক চলছে দেশজুড়ে। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করল ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন। তারা বলেছে, অসমে চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) ‘ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু এবং মুসলমানদের রাষ্ট্রহীন করে তোলার’ একটি হাতিয়ার। এতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেছে বেছে মুসলমানদের টার্গেট করা হয়েছে। এনআরসির উদ্দেশ্য মুসলিমদের রাষ্ট্রহীন করে দেওয়া।
মার্কিন কমিশন ‘ইস্যু ব্রিফ : ইন্ডিয়া’ নামে একটি রিপোর্ট পেশ করে। তাতে বলা হয়, এনআরসি-র মাধ্যমে যেভাবে মুসলিমদের রাষ্ট্রহীন করে ফেলার চেষ্টা হচ্ছে, তাতে বোঝা যায়, ভারতে ধর্মীয় স্বাধীনতা কমছে। এনআরসি প্রকাশিত হওয়ার পরে বিজেপি সরকার এমন কয়েকটি পদক্ষেপ নিয়েছে যাতে স্পষ্ট বোঝা যায়, তারা মুসলিম বিদ্বেষী। কমিশন বলেছে, ‛ভারতে ও বিদেশে বহু সংগঠন ইতিমধ্যেই এনআরসি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন