Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সোশ্যাল মিডিয়ায় তালিবানরদের নিয়ে পোস্ট, অসম থেকে গ্রেফতার ১৪ জন

বদরপুর, ২১ আগস্ট: সোশ্যাল মিডিয়ায় তালিবানদের নিয়ে পোস্ট করায় বিজেপি শাসিত অসমে ইতিমধ্যে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ১৪ জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ আইন, আইটি আইন এবং সিআরপিসির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

অসমের বিভিন্ন জেলা থেকে মোট ১৪ জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে তিন জন ইমাম আছে। আর একজন মেডিক্যাল কলেজের পড়ুয়াও রয়েছে। আর সেই সঙ্গে অসমের আরও তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও এখনও তাদের নাগাল পুলিশ পায়নি। অসম পুলিশের তরফে জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় তাঁরা সবসময়ের জন্য পর্যবেক্ষণ করছেন যেন এমন ধরনের একটাও পোস্ট না হয়।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দু’জন করে কামরুপ মেট্রোপলিটন, অসমের বরপেটা, ধুবড়ি এবং করিমগঞ্জ জেলা থেকে এবং একজন করে দারং, কাছাড়, অসমের হাইলাকান্দি, দক্ষিণ সালমারা, গোয়ালপাড়া এবং হোজাই জেলা থেকে গ্রেফতার হয়েছে। এমন ঘটনা যেন না ঘটে সেদিকে নজর রাখা হচ্ছে।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ভায়োলেট বারুয়া বলেছেন, অসম পুলিশ সোশ্যাল মিডিয়ায় তালিবানপন্থী মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে কারণ এই ধরনের মন্তব্য জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। ট্যুইট করে জানিয়েছেন, “আমরা এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করছি। যদি কারো নজরে এমন কোন কিছু আসে তাহলে দয়া করে পুলিশকে জানান।”

 

Leave a Reply

error: Content is protected !!