দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর এই নিয়ে নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবারই প্রকাশিত হল সংশোধিত ভোটার তালিকা। কমিশন সূত্রে খবর, নতুন তালিকায় মোট ভোটার ৭ কোটি ৩২ লক্ষ ৯৪ হাজার ৯৮০জন। বাদ গিয়েছে প্রায় ৬ লক্ষ ভোটারের নাম। এটা কিসের ইঙ্গিত? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেছেন বাংলায় এনআরসি হতে দেবেন না। কিন্তু তার পরেও কেন নতুন ভোটার তালিকা থেকে ৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়ল তা এখনও অজানা।
এদিকে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার বিকেলে রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। দু’দিনের সফরে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন কমিশনের আধিকারিকরা। সুনীল অরোরার নেতৃত্বে দুপুর তিনটে থেকে বিকেল চারটের মধ্যে কমিশনের প্রতিনিধিদের রাজ্যে আসার কথা। দু’দিনের সফরে শিক্ষা, স্বাস্থ্য-সহ একাধিক প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।