দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রার্থী তালিকা নিয়ে গণ্ডগোল জোর পেকেছে বিজেপিতে। বিজেপির তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণার পর রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ। এবার হুগলির বিজেপির প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য টিকিট না পাওয়ার ক্ষোভে দল ছাড়লেন। বিজেপির প্রাক্তন হুগলি জেলা সভাপতিও ছিলেন তিনি।
দলত্যাগী ভাস্কর ভট্টাচার্য এদিন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘দলের নীতি আদর্শ শুধু বইয়ের পাতাতেই শোভা পাচ্ছে। বাস্তবে নেই।’ ২১ বছর ধরে করা বিজেপি নেতা এদিন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি লিখে তাঁর ইস্তফার কথা জানান।
Tags:BJP