দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অ্যাথলিটদের রাষ্ট্রপতি অভিযান আটকে দিল দিল্লি পুলিশ। তাঁরা কৃষক আন্দোলনের সমর্থনে ৩৫টি জাতীয় পদক ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
দিল্লিতে অ্যাথলিটদের আন্দোলনে নেতৃত্ব দেন এশিয়ান গেমসে দু’বারের সোনাজয়ী কুস্তিগীর কর্তার সিংহ। তাঁর সঙ্গে ছিলেন অলিম্পিকে সোনাজয়ী প্রাক্তন হকি প্লেয়ার গুরমিল সিংহ এবং মহিলাদের হকি দলের প্রাক্তন অধিনায়ক রাজবীর কৌর।
তাঁরা রবিবার রাতে দিল্লিতে পৌঁছন। প্রেস ক্লাব থেকে যাত্রা শুরু করেন। কিন্তু কৃষিভবনের কাছে তাঁদের আটকায় পুলিশ। ফলে রাষ্ট্রপতিভবনে তাঁরা পৌঁছতে পারেননি।