কলকাতা, ২২ আগস্ট: এটিএম থেকে ট্রানজেকশন করলে দিতে হবে মোটা টাকার সার্ভিস চার্জ। সম্প্রতি এমনই এক মেসেজ ভাইরাল হয়েছে হোয়্যাটসঅ্যাপে। শুধু তাই নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও ছড়াচ্ছে সেই মেসেজ। সেগুলি শেয়ার বা ফরোয়ার্ড করার আগে, জানুন আসল সত্যিটা।
সোশ্যাল সাইটগুলিতে দাবি করা হচ্ছে, মাসে ৪টি লেনদেনের পর থেকে ১৭৩ টাকা সার্ভিস চার্জ কাটবে ব্যাঙ্ক। আগস্ট মাস থেকেই এই নিয়ম শুরু হয়েছে। আসলে এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। আরবিআই-এর নিয়ম অনুযায়ী নিজের ব্যাঙ্কের এটিএম-এ সর্বোচ্চ ৫ বার লেনদেন করা যায়। মেট্রো শহরে অন্য ব্যাঙ্কের এটিএম সর্বোচ্চ ৩ বার ব্যবহার করা যায়। এর বেশি লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে ২০ টাকা করে সার্ভিস চার্জ কাটা হবে।