দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নিজেদের দাবিদাওয়া জানাতে প্রশাসনের অনুমতি নিয়েই গান্ধী মূর্তির পাদদেশের দিকে যাচ্ছিলেন আন-এডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। সরকারি মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে পথে নাম ওই শিক্ষক-শিক্ষিকাদের প্রকাশ্যে রাস্তার উপর নির্মম ভাবে অত্যাচার করে গ্রেফতার করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে।
এই শিক্ষক সংগঠনের দাবি, তারা বেঙ্গল আর্মির অনুমতি নিয়ে নিয়মমাফিক লালবাজার এবং কলকাতা কর্পোরেশনকে নিজেদের কর্মসূচি জানিয়েছিল। তার পরেও শিক্ষক-শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠি নেমে আসে আচমকা! অভিযোগ উঠেছে, সংগঠনের রাজ্য সভাপতি জাভেদ মিয়াঁদাদকে নির্মমভাবে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রমকে পুলিশ টানাহ্যাঁচড়া করে তাঁর পোশাক ছিঁড়ে দিয়েছে বলেও দাবি আন্দোলনকারীদের।