দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রাক্তন আইপিএস নজরুল ইসলামের ওপর হামলার অভিযোগে সাসপেন্ড তৃণমূল কাউন্সিলর। ডোমকল পুরসভার কাউন্সিলর ছিলেন তিনি। এই হামলার ঘটনায় ডোমকল থানায় অভিযোগ দায়ের করেন ওই আইপিএস। এর জেরে ব্যাপক অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল কংগ্রেস। দলীয় তরফে তাঁর কাছে গিয়ে ক্ষমা চাওয়া হয়। তারপরেই এদিন সাংবাদিক বৈঠক করে ওই অভিযুক্ত নেতাকে প্রথমে শো-কজ ও পরে সাসপেন্ড একসঙ্গে করা হয়েছে। শো-কজের জবাবে সন্তুষ্ট না হলে আরও কড়া ব্যবস্থা এমনটাই সূত্রের খবর।