দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবং জামিয়া মিলিয়ায় প্রহৃত পড়ুয়াদের সমর্থনে বেশ কয়েক দিন ধরেই বিক্ষোভ আন্দোলন চলছে জেএনইউ-তে। এই অবস্থায় জেএনইউ ক্যাম্পাসের ভিতরে তাণ্ডব চালাল এবিভিপির সদস্যরা! আক্রান্ত হয়েছেন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ-সহ অনেকে। এমনই অভিযোগ উঠেছে রবিবার সন্ধেয়।
ছাত্রছাত্রীদের অভিযোগ, মুখে কালো কাপড় বেঁধে প্রায় ৫০ জনের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের হাতে ছিল ব্যাট, লাঠি। ক্যাম্পাসে ঢুকে কোনও বিচার না করে মারধর চালায় গুণ্ডারা। জানা গেছে, আন্দোলনকারীদের সভা চলাকালীন ওই দুষ্কৃতী দল ক্যাম্পাসে ঢুকে হামলা চালায়। পড়ুয়াদের মারধরের পাশাপাশি হস্টেলের ভিতরে ঢুকেও ভাঙচুর চালানো হয়।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন