দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ডার্বিশায়ারের বিপক্ষে তিন দিনের অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে অধিনায়ক হিসেবে অভিষেক হয় উসমান খাজার। তার পরীক্ষার ম্যাচে বড় জয়ই পেয়েছে অস্ট্রেলিয়া। তিন দিনের প্রস্তুতি ম্যাচে ডার্বিশায়ারকে ইনিংস ও ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে অসিরা।
টস জিতে প্রথমে ব্যাট করে ১৭২ রানে অলআউট হয় ডার্বিশায়ার। এরপর তিন ব্যাটসম্যানের হাফ-সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৩৮ রানে নিজেদের ইনিংস ঘোষনা করে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংস থেকে ১৬৬ রানের লিড পায় অসিরা। এই ইনিংসে ব্যাট হাতে নেমে ১৫৭ বলে ৮টি চারে ৭২ রান করেন উসমান।
প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ১১২ রানে অলআউট হয় ডার্বিশায়ার। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩৯ রানে ৪টি ও পিটার সিডল-মিচেল মার্শ ২টি করে উইকেট নেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক টিম পেইনকে বিশ্রাম দিয়ে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট উসমান খাজাকে নেতৃত্বের গুরুদায়িত্ব দিয়েছে।