Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে পথে মহিলারা, কলকাতার রাজপথে উঠল আজাদীর দাবি

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা করে আজ কলকাতায় এক বিশাল মহিলা সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। জামাআতে ইসলামি হিন্দের মহিলা শাখা ও জামাআতের ছাত্রী সংগঠন গার্লস ইসলামিক অর্গানাইজেশন (জিআইও) বিগত কয়েকদিন থেকেই এই সমাবেশের জন্য জোরদার প্রচার চালিয়েছে। এমনকি রাজ্যের বিভিন্ন এলাকা, পাড়া ও মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সামনে নাগরিকত্ব আইন ও এনআরসির বিষয়ে সচেতন করেছে।

আজ দুপুর ১টা নাগাদ মিছিল শুরু হওয়ার কথা থাকলেও, এদিন দুপুর দেড়টা নাগাদ হাজী মোঃ মহসীন স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়। মিছিল গান্ধিমূর্তি পাদদেশ পর্যন্ত যাওয়ার পর সেখানে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিনের মিছিল ও সমাবেশ থেকে মুহুর্মুহু আজাদীর স্লোগান দেওয়া হয়। আন্দোলনকারী এক মহিলার কথায়, বিজেপি ও আরএসএসের কাছ থেকে দেশকে স্বাধীন করতেই আজ মহিলারা রাস্তায় নেমে এসেছে।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!