Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘আমি কারও পক্ষে বা বিপক্ষে নই’, বার্তা দিয়ে আজ শাহিনবাগে যাচ্ছেন বাবা রামদেব

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে চলছে লাগাতার প্রতিবাদ। আজ শাহিনবাগের সেই ধরনা মঞ্চে যাচ্ছেন যোগগুরু বাবা রামদেব। শুক্রবার একথা জানিয়েছেন তিনি।

রামদেব বলেন, তিনি চান না হিন্দু ও মুসলিমের মধ্যে কোনও সংঘাত হোক। তিনি আরও জানান, তিনি শাহিনবাগে যাচ্ছেন কেবলমাত্র শুনতে। এর আগে তিনি বলেন, তিনি মানুষের প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি দেন।

বাবা রামদেব আরও বলেন, ‘আমি কারও পক্ষে বা বিপক্ষে নই। আমি কোনও মধ্যস্থতাকারীও নই। যদি মুসলিমদের প্রতি কোনও অন্যায় হয়ে থাকে, আমি তাদের পাশে দাঁড়াব। আমি কাল শাহিনবাগে যাব।’

তাঁর কথায়, ‘আমি প্রতিবাদকে সমর্থন করি। কিন্তু তা হওয়া উচিত সাংবিধানিক। এতে অবশ্যই যেন অন্য কাউকে আঘাত না দেয়। আমি ‘জিন্নাওয়ালি আজাদি’ চাই না। আমি চাই ‘ভগৎ সিং-ওয়ালি আজাদি’।’

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!