দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২৮ বছরের অপেক্ষা শেষ। অবশেষে এল বাবরি ধ্বংস মামলার রায়। পূর্বপরিকল্পিত নয় বাবরি মসজিদ ধ্বংস, রায়ে জানালেন বিচারক। অভিযুক্তদের মধ্যে ছিলেন লালকৃষ্ণ আডবানি সহ একদা শীর্ষ বিজেপি নেতারা। সবাইকেই বেকসুর মুক্ত করল বিশেষ সিবিআই আদালত।
আইনজীবী কেকে মিশ্র যিনি ৩২ জনের মধ্যে ২৫ জনের সওয়াল করছিলেন, তিনি জানান যে সবাইকে নির্দোষী বলে জানিয়ে দিয়েছে আদালত। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ঘটনা নিয়ে যে লম্বা আইনি লড়াই চলছিল, তার এদিন সমাপ্তি ঘটল বলে তিনি জানান।