Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বাবুল-অগ্নিমিত্রার বিদ্রোহে বিজেপিতে জায়গা অনিশ্চিত! ফের তৃণমূলেই ফিরলেন জিতেন্দ্র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা বাবুল সুপ্রিয়ো এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রার বিদ্রোহের জেরে গেরুয়া শিবিরে জায়গা পাওয়াটা দুস্কর হয়ে উঠে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির জন্য। অবশেষে জল মেপে সুযোগ বুঝে ফের তৃণমূলেই ফিরে এলেন তিনি। শুক্রবার রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর তৃণমূলেই থাকছেন বলে জানান তিনি। তাঁর মন্তব্য, ‘‘দল ছাড়ার কথা বলে ভুল করেছিলাম। মন্তব্য প্রত্যাহার করছি। দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নেব।’’ আর দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়া জিতেন্দ্রর পাশে দাঁড়িয়ে অরূপ বললেন, ‘‘জিতেন্দ্র তিওয়ারি দলে ছিলেন। আছেন। থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে শেষ লড়াই লড়বেন।’’

আসানসোল থেকে শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছন সস্ত্রীক জিতেন্দ্র। রাতে বৈঠক করেন অরূপের সঙ্গে। তার পরই তিনি জানান, কোনও ক্ষোভ নয়, ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটে গিয়েছে। জিতেন্দ্রর কথায়, ‘‘আমি কখনও বিজেপি-তে যাওয়ার কথা বলিনি। তবে দল ছাড়ার কথা বলেছিলাম।’’

উল্লেখ্য জিতেন্দ্র তিওয়ারি বিজেপি-তে এলে মানতে পারবেন না বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো৷ ফেসবুকে বার্তা দিয়ে তা স্পষ্ট করে দিলেন আসানসোলের সাংসদ। আসানসোলের মানুষের উদ্দেশে করা ফেসবুকের ভিডিও পোস্টে বাবুল আরও দাবি করেছেন, জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে কোনও গোপন সমঝোতার পথে তিনি হাঁটেননি৷

জিতেন্দ্র তৃণমূল ছাড়ার সঙ্গে সঙ্গেই বাবুল জানিয়েছিলেন, যাঁরা এতদিন আসানসোলের বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করেছেন, যাঁরা কয়লা- বালির অবৈধ লেনদেনের সঙ্গে যুক্ত, তাঁরা বিজেপি-তে এলে তিনি মন থেকে মেনে নিতে পারবেন না৷ ফেসবুকে ভিডিও পোস্ট করে সেই বার্তাই জোরাল ভাবে দিয়েছেন বাবুল৷ আসানসোলের বিজেপি কর্মী- সমর্থকদের উদ্দেশে বাবুল বলেছেন, ‘আপনাদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না৷’

Leave a Reply

error: Content is protected !!