Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‛দেশে ফেরত পাঠানোর হুমকি’ বাবুল সুপ্রিয়র! মুসলিম মানেই কি অনুপ্রবেশকারী? নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফেসবুক পোস্টে ট্রোল করায় মুস্তাফিউর রহমান নামের এক মুসলিম ব্যক্তিকে ‛দেশে ফেরত পাঠানোর হুমকি’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্যক্তির একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন বাবুল সুপ্রিয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মঞ্চে এক ছাত্রী নাগরিকত্ব সংশোধনী আইন ছিঁড়ে প্রতিবাদ করেছিলেন, সেই বিষয়ে সমালোচনা করেই পোস্টটি করা হয়েছিল।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

বাবুলের শেয়ার করে সেই পোস্টে মুস্তাফিউর রহমান মন্তব্য করেন, ‛বাবুল দা আপনি কতটা শিক্ষিত আর আপনার গরু দিলীপ কত শিক্ষিত যে কিনা গরু থেকে সোনা বার করে’। জবাবে বাবুল বলেন, ‛আগে তোমায় দেশে ফেরত পাঠাই, তার পরে পোস্ট কার্ডে জবাব দেব’। বাবুলের এহেন মন্তব্যের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠেছে, এক জন কেন্দ্রীয় মন্ত্রী কি এভাবে কোনও সাধারণ নাগরিককে হুমকি দিতে পারেন?

আরও প্রশ্ন উঠেছে, কোন দেশে ফেরত পাঠানোর কথা বলছেন বাবুল? রাজনীতির পর্যবেক্ষকদের মতে উত্তরটা স্পষ্ট। বাবুল বাংলাদেশে ফেরত পাঠাতে চাইছেন ওই ব্যক্তিকে। তার কারণ অবশ্যই ওই ব্যক্তির পদবি, যা নির্ধারণ করছে তিনি মুসলমান বলে। আর সেই মুসলমান পরিচয়ের নিরিখেই বাবুল এই মন্তব্য করে বসেছেন। নেটিজেনদের অভিযোগ, তা হলে কি বাঙালি মুসলমান মাত্রেই তাঁকে অনুপ্রবেশকারী বলে ধরে নেওয়া হবে? অনুপ্রবেশকারী না হলেও কি তাঁকে দেশ থেকে বার করে দেওয়া হবে কেবল মুসলমান বলে?

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!