দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালে বিজেপির একটি সমাবেশ থেকে সিএএ বিরোধীদের দিকে আক্রমণ শানাতে ব্যবহার হয়েছিল এই ‘গোলি মারো’ স্লোগান। তার পর শাহিনবাগে গুলিও চালায় এক বিজেপি কর্মী। এবার সম্প্রতি শুভেন্দুর মিছিলে ‘গোলি মারো’ স্লোগান তুলেছিল বিজেপি নেতা-কর্মীরা। সেই অপরাধে গ্রেফতারও হয়েছিল তিনজন। বুধবার বিজেপির যুবমোর্চার সেই ধৃত নেতা সুরেশ শাহ এবং দুই কর্মীকে জামিন দিল চন্দননগর আদালত। উল্লেখ্য, গত ২১ তারিখ তাদের গ্রেফতার করেছিল পুলিশ।
এর বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়। এবার বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠানে ‘গোলি মারো’ স্লোগান উঠেছে। গত মঙ্গলবার দক্ষিণ কলকাতায় তৃণমূলের শান্তি মিছিলেও ‘বাংলার গদ্দারোকো গোলি মারো শালেকো’ স্লোগান শোনা যায়। এর ২৪ ঘণ্টার মধ্যে স্লোগান ইস্যুতে সরগরম হয়ে ওঠে হুগলির চন্দননগর।
চন্দননগরে রোড শো ছিল বিজেপির। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত অংশ নেন তাতে। লরিতে চড়ে দিব্যি ফুল ছুঁড়ে, হাত নাড়িয়ে রোড শো চলছিল। আচমকাই বেশ কয়েকজন ‘গোলি মারো’ স্লোগান দেন। তাতেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। বিড়ম্বনায় পড়েন বিজেপি নেতারা। অবশেষে বুধবার জামিন পেল তারা।