দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের মামলা রুজু করা হল সাংবাদিক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। মুম্বই পুলিশের তরফে দায়ের করা এই মামলায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে অর্ণবের বিরুদ্ধে।
গত মাসের ১৪ তারিখে মুম্বইয়ের বান্দ্রায় লকডাউনে আটকে পড়া হাজার হাজার অভিবাসী শ্রমিকের বাড়ি ফেরানোর দাবিতে পথে নেমেছিল। সেই সময়ে কিছু সংবাদমাধ্যমে এই শ্রমিকদের ভিড়কে ‘সাম্প্রদায়িক ঘটনা’ হিসেবে প্রচার করে।
বান্দ্রা মসজিদের প্রসঙ্গ টেনে নানা গুজব রটানো হয় মুসলিমদের বিরুদ্ধে। অর্ণবের রিপাবলিক টিভিতেও এই ঘটনাটি প্রচারিত হয়। খবরে বলা হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষ বান্দ্রা মসজিদকে ঘিরে হল্লা করছে।
সেই খবরের জেরেই শনিবার পাইধনি পুলিশ স্টেশনে অর্ণবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর পরে রুজু হল মামলাও। উল্লেখ্য, সে সময়ে কোনও ভাবে গুজব ছড়িয়ে পড়ে, অভিবাসী শ্রমিকদের ঘরে ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
Support Free & Independent Journalism