দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগেও বাংলাকে বিজেপির একাধিক নেতা বাংলাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেছেন। এমনকি একাধিকবার বিদ্বেষী ও সাম্প্রদায়িক মন্তব্য করেও ছাড় পেয়ে যায় বিজেপি নেতৃত্বরা। কিন্তু কেন? আইন কি সবার জন্য এক নয়? বুধবার রাতে নিমতিতা স্টেশনে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বোমা বিস্ফোরণ হয়। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আর এর পরেই বাংলা পাকিস্তানে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপির রাজ্যসভার সাংসদ লকেট চ্যাটার্জি।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান জাকির হোসেনকে দেখতে। এরপর তিনি বলেন, ‘রেল দপ্তর নিরাপত্তায় গাফিলতির বিষয়টি এড়িয়ে যেতে পারে না। স্টেশন রেলের সম্পত্তি। রেল পুলিশ থাকে নিরাপত্তার দায়িত্বে। এখানে রাজ্য কিছু করতে পারে না।’ এরপরই মমতাকে কড়া ভাষায় জবাব দিয়েছেন বিজেপি রাজ্য সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি দাবি করেছেন, ‘রাজ্যের ব্যর্থতার বিষয়টি ঘুরিয়ে দিতে চাইছেন মমতা। এই ঘটনা প্রমাণ করছে রাজ্যে আইন–শৃঙ্খলা বলে কিছু নেই। রেল দপ্তর কী রাজ্য চালায়? তাই এই তত্ত্ব খাটে না। রাজ্যের অন্যতম মন্ত্রী ও মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ।’