দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের থুড়ি খেলার নির্ঘন্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।
শুক্রবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, বাংলায় এ বার নির্বাচন হবে ৮ দফায়।
ভোট গ্রহণ হবে ২৭ মার্চ, ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল ও ২৯ এপ্রিল। তার পর ফল ঘোষণা হবে ২ মে।