দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যায় রাম মন্দির হবে বলে রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই রায়ে বাংলাদেশে তুমুল সমালোচনা শুরু হয়েছে। বাবরি মসজিদকে রাম মন্দির বানানো হলে বাংলাদেশের প্রধান প্রধান মন্দিরগুলোকে মসজিদ বনানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতারা। রায়ের প্রতিবাদে পরিষদ একটি প্রতিবাদ মিছিলও বের করে।
শনিবার সুপ্রিমকোর্ট রায় ঘোষণার পর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের নেতারা। পরিষদের নেতা মাওলানা ইউসুফ ভূইয়া তার বক্তব্যে ওই হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, ‛মোদী সরকার বাংলাদেশ সরকারকে সবসময় চাপে রাখে সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রাখার জন্য। কিন্তু তিনি তার নিজের দেশেই তা ঠিক রাখছেন না।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন