দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামী মাসের ১৫ ও ১৬ তারিখ ব্যাঙ্ক ধর্মঘট। তার আগে ১৩ ও ১৪ তারিখ যথাক্রমে শনিবার ও রবিবার থাকায় টানা ১৩ – ১৬ তারিখ পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। মোদী সরকার ব্যাঙ্কগুলিকে বেসরকারি করার উদ্দোগ নিয়েছে। মোদী সরকারের বক্তব্য এর ফলে গ্ৰাহকরা উন্নত মানের পরিষেবা পাবেন। কিন্তু অনেক বিশিষ্ট জনদেরই অভিযোগ এর ফলে সাধারণ মানুষ অনেক সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। ব্যাঙ্ক বেসরকারি করণ হলে তা সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে যেতে পারে। আর এই বেসরকারিকরণের প্রতিবাদে ১৫ ও ১৬ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।যার ফলে মার্চে টানা ৪ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের দরজা। যার ফলে দুর্ভোগের আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে ব্যাঙ্কিং পরিষেবা।