দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমন রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। ফলে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন বহু মানুষ। এদিকে শুরু হয়ে গেছে মুসলিমদের জন্য অতীব পবিত্র রমজান মাস। শনিবার ছিল রমজানের মাসের প্রথম দিন। এদিন কাশ্মীর থেকে এসে আটকে পড়া দুই মুসলিম যুবককে ইফতার খাওয়ালেন এক হিন্দু মহিলা।
শনিবার সন্ধ্যায় ফাইজার ও মনসুর নামের দুই যুবককে তাঁদের ঘরে ডেকে নিয়ে যান বর্ধমানের ভাতছালা ওলাইচণ্ডীতলায় পল্লব দাসের মা রাইমণি দাস। যত্ন করে বসিয়ে তাঁদের থালায় সাজিয়ে দেন ছোলা, খেজুর, মুড়ি, চপ, মিষ্টি আর ফল। প্রতিবছর শীতের সময় কাশ্মীর থেকে শাল-সোয়েটারের পসরা নিয়ে রাজ্যে আসেন কাশ্মীরীরা। সেই কাজে এসেই পল্লব দাসের বাড়ি ভাড়া নিয়েছিলেন ফাইজার আহমেদ ও মনসুর আহমেদ। এপ্রিলের গোড়াতে ফিরে যাওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে বাড়ি ফেরা হয়নি তাঁদের।
রাইমণিদেবীর কথায়, ‘আমাদের বাংলায় কোনও ভেদাভেদ নেই। প্রতিবছর শীতের সময় কাশ্মীর থেকে আসেন ফাইজার ও মনসুর। এই বাড়িতেই ভাড়া থাকেন ওঁরা। আমরা একে অপরের বিপদে-আপদে থাকি। এবার ওরা ফিরতে পারেনি বাড়ি। তাই এটুকু ওদের জন্য করব না?’ অন্য দিকে ফাইজার ও মনসুর বলেন, ‘শুনেছি বর্ধমান রাজার আমলের শহর। এমন রাজার মত মন তো রাজার শহরের মানুষেরই হতে পারে।’
Support Free & Independent Journalism