সাকিব হাসান, দৈনিক সমাচার, জয়নগর:
বাল্যবিবাহ ও শিশুশ্রম নিয়ে সচেতনতায় এগিয়ে এলো বারইপুর পল্লী উন্নয়ন সমিতি। এদিন ধোসা চন্দনেশ্বর অঞ্চল শ্যামনগর হাতচারা অভয়নগর উপ স্বাস্থ্য কেন্দ্র বাল্যবিবাহ ও শিশু শ্রম বিরুদ্ধে বার্তা দেয় তারা।
বারুইপুর পল্লী উন্নয়ন সমিতির ও হাতচারা উপস্বাস্থ্য কেন্দ্রের আশা দিদিরা বলেন, বিভিন্ন গ্রামের খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দেয়া হচ্ছে। তাতে খুবই সমস্যায় পড়ছে এমন মেয়েরা। তারা কেমন সমস্যার সম্মুখীন হচ্ছে ও সেই সমস্ত কথা তুলে ধরেন বারুইপুর পল্লী উন্নয়ন সমিতির সদস্য মদন কুমার সরদার।
তিনি বলেন, গ্রামের মেয়েদেরকে পরিপূর্ণ বয়সের আগেই বিয়ে দেওয়ার ফলে মেয়েরা বাচ্চা জন্ম দিলে পরিপূর্ণ হয় না। তাতে জীবনের ঝুঁকি থাকে। তিনি আরও বলেন, ভারতের আইন মোতাবেক মেয়েদের পূর্ণ বয়সে বিয়ে দেওয়া উচিত। সেই সমস্ত বিষয়ে সচেতন করার জন্য আমরা এগিয়ে এলাম।