দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বর্তমান ভারতে মুসলিমদের বাঁকা চোখে দেখা হয়। বারবার প্রমাণ চাওয়া হয়, তাঁরা সত্যি ভারতকে ভালবাসে কিনা। ঠিক সেই প্রমাণটাই যেন দিয়ে দিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তাঁর কাছে দেশ আগে! তাই বিসিসিআই-এর কাছে ছাড়পত্র পাওয়ার পরেও বাবার শেষকৃত্যে যোগ দিতে চাননি সিরাজ।
মহম্মদ সিরাজকে বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য অনুমতি দিয়েছিল বিসিসিআই। কিন্তু সিরাজ ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই থাকতে চেয়েছেন, দলের হয়ে পারফর্ম করতে চেয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, শুক্রবার প্রয়াত হন সিরাজের বাবা। ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহম্মদ গউস।