দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তৈরি থাকো, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিব, রবিবার কুলতলির সভা থেকে বিজেপিকে এভাবেই কড়া হুঁশিয়ারি দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি “যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি”, স্লোগান দিয়ে সভা শুরু করেন । তারপর সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আন্দোলনের ঝাঁজ। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণে সরব হন অভিষেক। তাঁর অভিযোগ, জিএসটির টাকা আটকে ভাতে মারতে চাইছে কেন্দ্র।
বারবার বিরোধী বিজেপি ‘স্বাস্থ্যসাথী প্রকল্প’ নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিয়েছে। আরও একবার পালটা তার খোঁচা দেন অভিষেক। তিনি বলেন, “দিলীপ ঘোষরা বলছেন স্বাস্থ্যসাথী আসলে ভাঁওতা। আবার ওনার পরিবারের লোকেই গিয়ে কার্ড নিচ্ছে। উন্নয়ন ও পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক। ১০-০ গোলে হারাতে না পারলে রাজনীতিতে পা রাখব না। এরা উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না। যত আক্রমণ করা হচ্ছে আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে আমার সঙ্গে লড়ুন। ভাইপো না বলে আমার নাম উচ্চারণ করে দেখান। কড়ায় গণ্ডায় সব বুঝিয়ে দেব। ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবো। তৈরি থাকো।”