দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিয়ের আগে ছেলেদের ধর্ম, উপার্জন ও কাজ সম্পর্কে জানাতে হবে হবু বউকে, এবার এমনটাই আইন আনছে অসমের বিজেপি সরকার।
এবিষয়ে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ”স্বামী-স্ত্রীর মধ্যে কোনও লুকোচুরি থাকা ঠিক নয়। আমরা তো শুধু ধর্ম নিয় কথা বলছি না। জীবিকা নির্বাহ করতে একজন পুরষ কী করেন, তার মাসিক উপার্জন কত, এসব তথ্য স্ত্রীর জানার অধিকার আছে। লভ জিহাদ এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা শুধু লভ জিহাদ রুখতে এই আইন প্রনয়ণ করছি না। এই আইন মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। আবার মহিলাদের সামাজিক সুরক্ষাও বজায় থাকবে। স্বামী ও স্ত্রী পরস্পরকে নিজেদের ব্যাপার সব কিছু জানিয়ে বিয়ে করলে স্বচ্ছতা বজায় থাকবে।”