Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘হাম দো হামারে দো’ বলার আগে বিয়ে করুন রাহুল, খোঁচা আঠাওয়ালের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘হাম দো হামারে দো’ নিয়ে কথা বলতে হলে আগে বিয়ে করুন রাহুল, কংগ্রেস নেতাকে এবার এভাবেই খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে। কয়েকদিন আগেই বিজেপি সরকারকে আক্রমণ করে ‘হাম দো হামারে দো’ স্লোগানটিই ব্যঙ্গ করে ব্যবহার করেছিলেন রাহুল। তাঁর ওই মন্তব্যের পালটা দিতে দেখা গিয়েছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। এবার কংগ্রেস নেতাকে নিশানা করলেন বিজেপি নেতা আঠাওয়ালেও। আর তখনই উঠে এল রাহুলের বিয়ের প্রসঙ্গ। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘‘এই ‘হাম দো হামারে দো’ স্লোগানটা আগে পরিবার পরিকল্পনায় ব্যবহার করা হত। যদি উনি এটার প্রচার করতে চান, তাহলে ওঁর বিয়ে করা উচিত। আর বিয়েটা করা উচিত কোনও দলিত মেয়েকে। তবেই মহাত্মা গান্ধীর জাতবিভেদ মোছার স্বপ্ন সার্থক হবে। এতে দেশের যুবরাও অনুপ্রাণিত হবে।”

উল্লেখ্য, কিছুদিন আগেই রাহুল গান্ধীকে অত্যন্ত কুরুচিকর ভাষায় কটাক্ষ করেছিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। জানিয়েছিলেন, রাহুলকে কোনও মেয়ে বিয়ে করতে চান না। এবার ফের রাহুল গান্ধীকে আক্রমণ করতে গিয়ে তাঁর বিয়ের প্রসঙ্গ টেনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে।

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!