Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ভোটের আগে জোটে জট, আব্বাসের দলের বিরুদ্ধে প্রার্থী দিল বাম শরিক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোটের আগে জোটে জট, আব্বাসের দলের বিরুদ্ধে প্রার্থী দিল বাম শরিক। প্রথম দফার নির্বাচনের আগে এক সপ্তাহও বাকি নেই৷ অথচ বাম-কংগ্রেস-আইএসএফ-এর জোট জট কাটছে না৷ এবার উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গায় আইএসএফ-এর বিরুদ্ধেই প্রার্থী দিয়ে দিল বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লক৷

বাম-কংগ্রেসের সঙ্গে আসন রফায় দেগঙ্গা আসনটি পেয়েছিল আইএসএফ৷ সংযুক্ত মোর্চার জোট গঠনের সময় প্রাথমিক শর্তই ছিল, কোনও আসনেই পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেবে না কোনও শরিক দল৷ এমন কি, সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে কোনও আসনেই বন্ধুত্বপূর্ণ লড়াইও হবে না৷

কিন্তু বাস্তবে আসন বণ্টন হওয়ার পরেই জটিলতা মাথাচাড়া দেয়৷ বামেদের বড় শরিক সিপিএমের সঙ্গে আইএসএফ-এর আসনরফা ভালয় ভালয় মিটলেও বাকি বেশ কিছু আসন আইএসএফ-কে ছাড়ার বিষয়ে বেঁকে বসে ফরওয়ার্ড ব্লকের মতো দল৷ আবার কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়েও জটিলতা শুরু হয় আব্বাস সিদ্দিকির দলের৷

 

 

Leave a Reply

error: Content is protected !!