Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

তোমাদের জন্মের আগে থেকেই আমরা হিন্দুত্ববাদী, বিজেপিকে তোপ শিবসেনার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নতুন করে ফের বিজেপিকে আক্রমণ শানাল শিবসেনা। দলের মুখপত্র সামনায় প্রকাশিত একটি সম্পাদকীয়তে বিজেপিকে খোঁচা দিয়ে লেখা হয়, যখন হিন্দুত্ববাদকে কেউ ছুঁত না, যখন তোমাদের (বিজেপি নেতা) অনেকের জন্ম‌ও হয়নি, তখন থেকে আমরা হিন্দুত্ববাদী রাজনীতি করছি।

পাশাপাশি জোটধ‌র্মের পাঠ দিয়ে বিজেপির উদ্দেশ্যে সামনাতে প্রশ্ন করা হয়, যদি বিজেপির মনে হয়েছিল যে আমরা এনডিএ পরিপন্থি কাজ করছি তাহলে এনডিএ বৈঠকে সাহসের সঙ্গে সেই কথাটা তারা আমাদের মুখের উপর বলত। বিজেপি কী নিজে জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতি বা বিহারে নীতীশ কুমারের সঙ্গে জোট করার আগে এনডিএ-র অনুমতি নিয়েছিল?

এদিকে, এনডিএ থেকে শিবসেনাকে বিজেপি বের করে দিয়েছে বলেও অভিযোগ করা হয় সেই সম্পাদকীয়তে। সেখানে লেখা হয়, যখন সবাই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছিল, তখন বালাসাহেব ঠাকরে মোদীর পাশে দাঁড়িয়েছিলেন। আর বালাসাহেবের মৃত্যু বার্ষিকীতে তারা শিবসেনাকে এনডিএ থেকে ছুড়ে ফেলে দিল? জোট ভেঙে গিয়েছে। ৩০ বছরের শরিকি সম্পর্কে ছেদের জেরে স‌ংসদে বিরোধী আসনে বসতে চলেছে শিবসেনা।

এমন পরিস্থিতিতেও সেনা প্রতিষ্ঠাতাকে সম্মান জানাতে পৌঁছে যান মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। শিবাজি পার্ক থেকে বেরিয়ে আসার সময় শিবসেনা কর্মীদের স্লোগানে বিদ্ধ হন ফড়নবিস। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন শিবাজি পার্ক থেকে বেরিয়ে আসছেন সেই সময় তার উদ্দেশ্যে শিবসেনা কর্মীরা মারাঠিতে স্লোগান দিয়ে বলতে থাকেন, সরকার কার? শিবসেনার।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৫ টি আসন , শিবসেনার ঝুলিতে এসেছে ৫৬ টি আসন। ২২৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১৪৫ টি আসন। দুই দলের সম্মিলিত স‌ংখ্যা খুব সহজেই ম্যাজিক ফিগার অতিক্রম করে। কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে বাধ সাধে সেনার মুখ্যমন্ত্রিত্বের দাবি। এরপরই এনডিএ জোট থেকে বেরিয়ে এসে সেনা এনসিপি ও ক‌ংগ্ৰেসের শরণাপন্ন হয়। রাজ্যসভাতেও বিরোধী আসনে বসবে বলে জানিয়ে দেয় সেনা।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!