Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

বেলাগাম করোনা, আগামিকাল থেকে রাজ্যে বন্ধ লোকাল ট্রেন চলাচল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামিকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন চলাচল বন্ধ। আজ থেকেই সরকারি পরিবহনে ৫০ শতাংশ যাত্রীর অনুমতি। মেট্রো চলবে। তবে তাতে ৫০ শতাংশ যাত্রী থাকতে পারবেন। ঘোষণা করল রাজ্য সরকার।

একনজরে রাজ্যের ঘোষণা :

১) দোকান খোলার সময় পালটে গেল। আগে সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ছিল। দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত সময় ছিল। বিকেলের সেই সময় পালটে গেল। বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবে সোনার দোকানের ক্ষেত্রে সময় হচ্ছে দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে।

২) ব্যাঙ্ক পুরো চলবে না। সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত ব্যাঙ্ক চলবে।

৩) সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী উপস্থিতি করা হচ্ছে।

৪) আগামী ৭ মে মধ্যরাত থেকে কলকাতা, বাগডোগরা, অন্ডাল বিমানবন্দরে আগত যাত্রীদের বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট লাগবে। যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে টেস্ট করতে হবে।

৫) ভিন রাজ্য থেকে কলকাতায় আগত বাস এবং দূরপাল্লার ট্রেনে আগত যাত্রীদের বাধ্যতামূলক আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট লাগবে। যাত্রা শুরুর ৭২ ঘণ্টার মধ্যে টেস্ট করতে হবে।

৬) শপিং কমপ্লেক্স, স্পা, সুইমিং পুল, জিম, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে।

৭) যাবতীয় বিনোদন, রাজনৈতিক সংক্রান্ত জমায়েত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিয়ে বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন থাকতে হবে। সেজন্য আগে থেকে স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে।

৮) বেসরকারি ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করতে হবে।

 

Leave a Reply

error: Content is protected !!