দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির বেলগাছিয়ায়। সেখানে লকডাউনে ঘরবন্দিদের খাবার বিলি করছেন পুরোহিত ও ইমাম। লকডাউন যেন আক্ষরিক অর্থেই স্বার্থকতা লাভ করেছে এখানে। কঠিন পরিস্থিতিকে জয় করতে ঘর থেকে বেরোচ্ছেন না এলাকাবাসীরা। খাবার পৌঁছে যাচ্ছে ঘরেই।
সূত্রের খবর বেলগাছিয়ায় বাড়ি বাড়ি সেই খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন এলাকার পুরোহিত ইমামরা। দেওয়া হচ্ছে স্যানিটাইজার, মাস্কও। সহযোগিতায় রয়েছেন এলাকার যুবকরা। বাড়ি বাড়ি খাবার দিচ্ছেন পুরোহিত। মাইকিং করে ঘরে থাকার আবেদন জানাচ্ছেন ইমাম। যেন হাতে হাত রেখে মুষ্টিবদ্ধ তাঁরা। অসম এই লড়াইয়ে জিত আসবেই!
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন