দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নেপালে ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত এবং দলগত দুই বিভাগেই সোনা জিতলেন বাংলার মেয়ে মেহুলি ঘোষ। মঙ্গলবার কাঠমান্ডুতে ২৫৩.৩ পয়েন্ট স্কোর করে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন তিনি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
এর আগে বাঙালি এই মেয়ে আন্তর্জাতিক মঞ্চে কমনওয়েলথ গেমসে রুপো জয় করেছিলেন। যুব অলিম্পিক্সেও পদক রয়েছে তাঁর। পরের বছর টোকিয়ো অলিম্পিক্সে যাওয়ার লড়াইয়ে এখনও রয়েছেন মেহুলি।
স্বর্ণ জয়ের পর পর মেহুলি জানিয়েছেন, ‛স্কোরের হিসেব যদি দেখেন, তা হলে বলতেই হবে খুব উন্নতি হয়েছে। ধারাবাহিক ভাবে ভাল স্কোর করছি। কিন্তু এটা বলব, আমার সেরা সময় এখনও আসেনি।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন