দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলাকে আফগানিস্তান, সিরিয়া বানিয়েছেন মমতা, মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য, ‘কাশ্মীরের থেকেও বাংলার অবস্থা খারাপ’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপ বলেন, ‘উনি তো আফগানিস্তান, সিরিয়া বানিয়েছেন। আমরা তো সোনার বাংলা গড়তে চেয়েছিলাম’।
উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপি সাংসদ জন বার্লার এ হেন দাবির পক্ষে যে সায় নেই রাজ্য বিজেপির , সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। একইসঙ্গে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি। বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি হবে? এ প্রশ্নের জবাবে দিলীপ বললেন, ‘সেদিকেই এগোচ্ছে, তার দেখার জন্য লোক রয়েছে। এটা সাংবিধানিক প্রক্রিয়া। অনেকের মনে হচ্ছে, রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবঙ্গে শান্তি আসবে না’।