দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা সতর্কতায় রাজ্যের সমস্ত মসজিদের দরজা জনসাধারণের জন্য বন্ধ করতে বলে মসজিদে মসজিদে চিঠি পাঠাল ইমামদের সংগঠন বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। রাজ্যের সমস্ত মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সম্পাদকদের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, “নামাজ চালু থাকবে। ইমাম সাহেব চার-পাঁচজনকে নিয়ে জামাআত চালু রাখবেন।”
আপাতত সাধারণ মুসলিমরা যাতে বাড়িতেই নামাজ পড়েন তা নিশ্চিত করতে বলা হয়েছে ওই চিঠিতে। সেই সঙ্গে আরও বলা হয়েছে, সামনেই রমজান মাস। রমজানের নামাজের জন্য সুস্থ থাকাটা জরুরি। তাই এই সিদ্ধান্ত। আপাতকালীন পরিস্থিতির জন্যই যে এই সিদ্ধান্ত তাও উল্লেখ করা হয়েছে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের চিঠিতে।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps