Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

শবে বরাতে মিছিল বা জিকির করতে বেরোবেন না, ইমাম সংগঠনের চিঠি গেল সব মসজিদে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউন ঘোষণা হওয়ার পর প্রথম জুম্মাবারের আগেই বাংলার ইমাম অ্যাসোসিয়েশন সব মসজিদে চিঠি পাঠিয়েছিল। তাতে বলা হয়েছিল, মসজিদের দরজা বন্ধ রাখুন। আপাতত ক’টা দিন নামাজ বাড়িতে পড়ুন। এবার রাজ্যের সমস্ত মসজিদে চিঠি পাঠিয়ে শবে বরাতে জমায়েত না করার আবেদন জানাল বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন।

ইমামদের সংগঠন পইপই করে বলেছে, কেউ যেন অতিউৎসাহী হয়ে কবরের সামনে না যান। কোথাও যেন মিছিল বা জিকির না বেরোয়। ওই চিঠিতে ইমামদের সংগঠন লিখেছে, এই শবে বরাত একটা সেন্টিমেন্ট। বহু জায়গায় মিছিল হয়। কেউ কেউ নিকট আত্মীয়ের কবরের সামনে গিয়ে স্মরণ করেন। কিন্তু পরিস্থিতির কথা বিবেচনা করে এবার তা করবেন না।

Leave a Reply

error: Content is protected !!