দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গরুর দুধে সোনা আছে! বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এহেন মন্তব্যে অনুপ্রাণিত হয়ে লঙ্কাকাণ্ড করে বসলেন এক চাষি। নিজের খামার থেকে একটি গরু আর একটি বাছুর নিয়ে স্থানীয় ঋণ সংস্থার কাছে হাজির হন ওই চাষি। তাঁর দাবি, এই গরু আর বাছুর জমা রেখে তাঁকে ঋণ দেওয়া হোক। তিনি ব্যবসা বাড়াবেন। হ্যাঁ! এমনটাই ঘটেছে হুগলির চণ্ডীতলার গরলগাছা এলাকায়।
সুশান্ত সুশান্ত মণ্ডল নামের ওই চাষির নিজস্ব ২০টি গরু আছে। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‛কয়েক দিন ধরেই মিডিয়াতে দিলীপ ঘোষের কথা শুনছি। উনি বলেছেন গরুর দুধে সোনা আছে। তাই আমি গিয়েছিলাম। লোন পেলে ব্যবসা বাড়ানোর ইচ্ছে ছিল। কিন্তু ওরা নিতেই চাইল না।’ সোমবার দিলীপ ঘোষ বর্ধমান টাউন হলে গাভী কল্যাণ সমিতির সভায় যোগ দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‛গরুর দুধে সোনার ভাগ থাকে। ওই জন্য গরুর দুধের রং সোনালি হয়।’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন