দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মুসলমান নয়, অবাঙালীদের হাতে নিগৃহীত হয়েছে বাংলার পুলিশ। হাওড়া জেলার টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে এমনই মনে করছে বাঙালি জাতীয়াবাদী সংগঠন বাংলাপক্ষ। এই ঘটনার সঙ্গে ধর্মের রঙ খোঁজার কোনও মানে হয় না বলেও দাবি করেছেন বাংলাপক্ষের নেতারা।
টিকিয়াপাড়ার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে এই ঘটনায় মুসলিমদের দোষ খোঁজা শুরু করেছে। বলা হচ্ছে, বেলিলিয়াস রোডের সন্নিকটে অবস্থিত মসজিদ রোডে লকডাউনের কোনও নিয়ম মানা হচ্ছিল না। ওই এলাকায় বহু মানুষ রমজান মাসে একত্রিত হয়ে খাওয়া-দাওয়া করা থেকে আরম্ভ করে উৎসব পালন করছিল।
টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোষণের অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপির নেতানেত্রীরা। এই বিষয়ে কৌশিক মাইতি বলেছেন, ‛এই ঘটনার সঙ্গে ধর্ম খুঁজবেন না। বাংলার অনেক জায়গায় মুসলমান রয়েছে। বাঙালি মুসলমান যেখানে সংখ্যাগুরু সেই সব জায়গায় তো কিছু হচ্ছে না।’
Support Free & Independent Journalism