দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহারে পাঁচটি আসন জেতার পরেই অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন তথা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসী বলেছিলেন, এবার তাঁদের টার্গেট বাংলা। সেই লক্ষ্যে গত শনিবার মিমের রাজ্য নেতাদের সঙ্গে হায়দরাবাদে বৈঠকে বসেন ওয়েসী। বৈঠক শেষে মিমের রাজ্য নেতারা জানিয়েছেন, শীঘ্রই মিম সুপ্রিমো বাংলা সফরে আসবেন।
লোকসভা ভোটের পর থেকেই একাধিক জেলায় সংগঠন গোছানোর কাজ শুরু করেছিল মিম। জানা যাচ্ছে, বাংলায় কোন জেলায় কেমন সংগঠন গড়ে উঠেছে, কোন কোন আসনে প্রার্থী দেওয়া যায়, সেখানকার জনবিন্যাস কেমন সেসব নিয়েই বিস্তারিত আলোচনা করতে আসবেন মিম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ ওয়েসী।
মিম সম্পর্কে অনেকেই বলে, এরা আসলে বিজেপির ‛বি টিম’। সংখ্যালঘু ভোট কেটে গেরুয়া শিবিরের সুবিধা করে দেয়। অনেকের মতে, বাংলায় সংখ্যালঘু ভোটের প্রায় ষোল আনাই যেহেতু তৃণমূলের দখলে, তাই শাসকদলের আশঙ্কা থাকা স্বাভাবিক।
দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনায় এমন কিছু আসন আছে যেখানে সংখ্যালঘু ভোট নির্ণায়ক শক্তি। পর্যবেক্ষকদের মতে, সেই আসনগুলিকেই একুশের জন্য টার্গেট করতে পারে। তাছাড়া বিহারে যে আসনগুলি মিম জিতেছে সেগুলি অনেকটাই দুই দিনাজপুর লাগোয়া।
মিম যে বাংলার কিছু ক্ষেত্রে সমীকরণ বদলে দিতে পারে সেই আলোচনা এবং চর্চা বেশ কয়েক মাস ধরেই চলছে। তারমধ্যেই জানা গেল শীঘ্রই রাজ্যে আসছেন ওয়েসী।