নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, বজবজ : নাগরিকত্ব আইন ও এনআরসি আন্দোলনের জেরে উত্তরপ্রদেশের মিরাঠে খুন পশ্চিমবঙ্গের এক যুবক। নাম সেখ সিরাজুল (২৭)। নিহত সিরাজুলের পিতার নাম সেখ মুনসুর। সিরাজুল দক্ষিন ২৪ পরগণা জেলার বজবজ ১ নম্বর ব্লকের অধীন মায়াপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, প্রায় ১২ বছর ছাত্রাবস্থা কাটানোর পর শিক্ষকতা সূত্রে মিরাঠে অবস্থান করছিলেন নিহত সিরাজুল। তাঁর গলায় গুলি ও শরীরের একাধিক জায়গায় কোপের চিহ্ন মিলেছে। রাত পোহালেই (মঙ্গলবার ভোরে) সিরাজুলের নিথর দেহ ফিরছে বাংলায়। এদিনই দুপুর ১টা ৩০ মিনিটে বিড়ালাপুর মাঠে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন