ভবানীপুর, ৩০ সেপ্টেম্বর: ভোট চলছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। কড়া নিরাপত্তায় চলছে ভোট, বুথে বুথে রয়েছে পুলিশ। খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে উপনির্বাচনে নজর গোটা বাংলার। শুধু এ রাজ্যে নয়, জাতীয় রাজনীতিতেও এই উপনির্বাচনের আলাদা তাৎপর্য রয়েছে।
৫ মে মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বারের জন্য শপথ নেন মমতা। তবে মন্ত্রী থাকতে হলে তার পরের ছ’মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে বিধানসভায়। সেই কারণেই ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর ছাড়াও মুর্শিদাবাদের দুই কেন্দ্রেও ভোট শুরু হয়েছে। নির্বাচনের আগে বাম প্রার্থীর মৃত্যু হওয়ায় আজ মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে ভোট হচ্ছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে নির্বাচনের আগে মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর। তাই আজ এই কেন্দ্রেও ভোট হচ্ছে।
জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস, আরএসপি প্রার্থী জানে আলম মিঞা। সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম। কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সিপিআই(এম) প্রার্থী মোদাশ্বার হোসেন ও বিজেপি প্রার্থী মিলন ঘোষ।