Friday, November 22, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

বিজেপি-আরএসএসের সঙ্গে যোগ, বাইডেনের মন্ত্রীসভা থেকে বাদ ২ ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট সদস্য

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি-আরএসএসের যোগের কারণে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রীসভা থেকে বাদ পড়লেন দুই ভারতীয়-আমেরিকান ডেমোক্র্যাট সদস্য। জানা গেছে তাদের নাম সোনাল শাহ এবং অমিত জানি। বাইডেন নেতৃত্বাধীন প্রশাসনে প্রায় ২০ জন ভারতীয়-আমেরিকানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সোনাল শাহ এবং অমিত জানিকে বিজেপি-আরএসএসের যোগসূত্রের জন্য মন্ত্রীসভার বাইরে রাখা হয়েছে।

সোনাল শাহের পিতা বিজেপি-আমেরিকা বিদেশী বন্ধুরা ছিলেন এবং আরএসএস পরিচালিত একাল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যার জন্য তিনি তহবিল সংগ্রহ করেছিলেন।

অমিত জানি ছিলেন ‘নাম বাইডেন’ প্রচারের ‘মুসলিম আউটরিচ’ সমন্বয়কারী। প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপির অন্যান্য নেতাদের সাথে তাঁর পরিবারের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

 

Leave a Reply

error: Content is protected !!