দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ, সোমবার বিধানসভায় মমতা সরকারের শেষ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্য বাজেট পেশ করার আগে তৃণমূলের মধ্যেই কৌতূহল, নতুন কী কী ঘোষণা করতে পারেন তিনি।
দলের এক শীর্ষ মন্ত্রীর কথায়, ৫ টাকায় ডাল ভাত কিংবা ১০ টাকায় পেটপুরে ডাল, ভাত, সবজি, ডিম খাওয়ানো যায় কিনা সে ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়েছিল। শাসক দলের এক নেতার কথায়, রাজ্যের কোষাগারের যা অবস্থা তাতে খয়রাতির সুযোগ কম।
তবে ভোট বড় বালাই। বাজেটে গ্রাম ও পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য নতুন প্রকল্প ঘোষণার সম্ভাবনা রয়েছে। এছাড়া দ্বাদশ শ্রেণিতে পাশ করার পর উচ্চশিক্ষার সময়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে ল্যাপটপ দেওয়ার ঘোষণা হতে পারে। এমনকী বাড়ানো হতে পারে কন্যাশ্রী ভাতার অঙ্কও।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ