Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বড় ধাক্কা! সুরক্ষিত নয়, করোনা টিকা নিতে নারাজ রামমোহন লোহিয়ার চিকিৎসকরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশে টিকাকরণের প্রথম দিনেই বড় ধাক্কা। করোনার টিকা নিতে নারাজ খোদ চিকিৎসকরাই। কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে হাসপাতাল সুপারকে চিঠি লিখলেন দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালের চিকিৎসক দল। জানালেন, কোভ্যাক্সিনের ট্রায়াল নিয়ে আশঙ্কা রয়েছে। কাজেই আপাতত এই ভ্যাকসিন নেবেন না তাঁরা, পরে যথাযথ ট্রায়াল হলে তবেই তারা করোনার এই ভ্যাকসিন নেবেন বলেই চিঠিতে সাফ মন্তব্য চিকিৎসদের।

ইতিমধ্যে টিকা নিয়ে গর্জে উঠেছে কংগ্রেস। সাধারণ মানুষ কী গিনিপিগ, সেই প্রশ্ন করেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা মণীশ তিওয়ারি। এর আগে কোভ্যাক্সিন নেওয়ার ন’দিনের মাথায় মধ্যপ্রদেশের ভোপালে মৃত্যু হয় বছর ৪২-এর এক ব্যক্তির। জানা গিয়েছে, একটি বেসরকারি হাসপাতালে কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালে যোগ দিয়েছিলেন ওই স্বেচ্ছাসেবী। কোভ্যাক্সিনই ওই স্বেচ্ছাসেবীর মৃত্যুর কারণ কি না, তা এখনও স্পষ্ট হয়। তবে একাধিক কারণে কোভ্যাক্সিন নিয়ে জল্পনা অব্যাহত। আর সেই কারণেই এবার ভ্যাক্সিন নিতে অস্বীকার করল দিল্লির রামমোহন লোহিয়া হাসপাতালের চিকিৎসকরা।

 

 

Leave a Reply

error: Content is protected !!