দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিগ বস বন্ধ করার দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি লিখেছেন গাজিয়াবাদের বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুজ্জর। তাঁর দাবি, সলমান খানের এই রিয়ালিটি শোয়ে এক বিছানায় নানা সম্প্রদায়ের মানুষ শুচ্ছেন, যা কিনা ‘অনাচার’।
নন্দ কিশোরের মতে, অনুষ্ঠানটি দেশের সাংস্কৃতিক নীতিবিরোধী। বিজেপি বিধায়ক তাঁর চিঠিতে অভিযোগ করেছেন যে, ‛বিগ বস শো’টি অশ্লীলতা এবং নোংরামি প্রচার করছে, যা পরিবারের সঙ্গে বসে দেখার অযোগ্য। তিনি বলেন, বিভিন্ন সম্প্রদায়ের দম্পতিরা এক বিছানায় শুচ্ছেন, এ মেনে নেওয়া যায় না।
এদিকে উত্তরপ্রদেশের নবনির্মাণ সেনার সভাপতি অমিত জানি ঘোষণা করেছেন যে, ‘বিগ বস’ অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত তিনি এক কণা খাদ্যশস্যও মুখে তুলবেন না। ব্রাহ্মণ মহাসভাও তড়িঘড়ি এই রিয়ালিটি শোয়ের উপর নিষেধাজ্ঞা জারি চেয়েছে। উল্লেখ্য, রিয়ালিটি শো বিগ বসের ১৩ তম মরশুম চলছে এখন।