দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার সর্বসম্মতিক্রমে এনআরসি বাস্তবায়ন না করার একটি প্রস্তাব পাস হল বিহার বিধানসভায়। পাশাপাশি ২০১০ সালের পদ্ধতি মেনেই জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) কার্যকর করার একটি প্রস্তাবও পাস হয়েছে বিধানসভায়।
নীতিশ কুমার বলেন, তাঁর সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছে এনপিআর ফর্ম থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার জন্য। তিনি বলেন রাজ্যে এনআরসি হবে না। আর এনপিআর করতে হবে ২০১০ সালের পদ্ধতি মেনেই। বিভেদমূলক কোনও নীতী মানা হবে না। এটাই রাজ্য সরকারের অবস্থান।’
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps