Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

“দয়া করে ওই নামটা মুখে নেবেন না’’ – বিহারে মোদীর নাম নিতেও নারাজ পরিযায়ীরা!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : “দয়া করে ওই নামটা মুখে নেবেন না।’’ ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী মোদীর প্রতি রাগ উগরে দিচ্ছেন বিহারের পরিযায়ী শ্রমিকরা। লকডাউনের ভয়াবহতা পচন ধরিয়েছে শাসক এনডিএ-র জনভিত্তিতে। বিহারের কুদনি বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের একটি বড় অংশ কাজের খোঁজে ফি-বছর দিল্লি-মুম্বই-হরিয়ানা যান। ফিরে আসেন ছটের সময়ে। কিন্তু এ বার করোনাভাইরাসের আক্রমণ আর লকডাউন তছনছ করে দিয়েছে তাঁদের জীবন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উঠে এসেছিল মোদীর নাম। শুনেই ক্ষোভে ফেটে পড়লেন পরিযায়ী শ্রমিক জীতেন। হরিয়ানায় মজুরের কাজ করতেন তিনি। তাঁর কথায়, “নরেন্দ্র মোদীর জন্যই তো আজ আমাদের এই অবস্থা। এক ঘোষণায় সব বন্ধ করে দিলেন। কারও কথা ভাবলেন না। কাজ ছেড়ে এক কাপড়ে ফিরে আসতে হল। আসার সময়ে হাঙ্গামা-হুজ্জুতি যা হয়েছে, তা তো আলাদা। মজদুরি ছেড়ে চার-পাঁচ মাস গ্রামে পড়ে রয়েছি। ফিরে যাওয়ার টাকাটাও নেই। একদম ওই নাম মুখে আনবেন না। শুনলেই গা-পিত্তি জ্বলে যায়।’’

 

Leave a Reply

error: Content is protected !!