দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২৮ অক্টোবর, ৩ ও ৭ নভেম্বর বিহারের ২৪৩ বিধানসভা আসনে নির্বাচন হতে চলেছে। ১০ নভেম্বর হবে ফল ঘোষণা। আর নির্বাচনকে সামনে রেখে ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। তাতে বিহারবাসীকে ১৯ লাখ চাকরি ও ফ্রি-তে করোনা টিকা-র টোপ দিয়েছে বিজেপি। নির্বাচনে জিতলে আগামী পাঁচ বছর তাদের শরিক দলের নেতা নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন বলেও এ দিন জানিয়েছে গেরুয়া শিবির। যদিও বার বার বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি আর বিশ্বাস করছেনা মানুষ। তবে এখন দেখার বিষয় বিজেপির এই টোপ বিহারবাসী গিলে কি না।
উল্লেখ্য, আগামী সপ্তাহ থেকে বিহারে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। বিরোধী দলের নেতা তেজস্বী যাদব ১০ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। তারই পালটা দিতে বিজেপির ‘সংকল্প পত্র’-এ ১৯ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিহারে বেকারত্ব এ বছর নির্বাচনে অন্যতম বড় ইস্যু। নির্বাচনী সভাগুলিতে তেজস্বী যাদবের প্রতিশ্রুতিকে তীব্র কটাক্ষ করেন নীতীশ কুমার। কী ভাবে ১০ লাখ কর্মসংস্থানের জন্য অর্থ জোগার করবেন লালু-পুত্র, সেই প্রশ্ন তোলন নীতীশ।