Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভোট বড় বালাই! পিএম-কেয়ার্সের টাকা পাবে বিহার, তৈরি হবে দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিরোধীদের লাগাতার প্রশ্নেট মুখে পিএম-কেয়ার্স তহবিলের টাকা বিহারে দু’টি কোভিড হাসপাতালে কাজে লাগানোর কথা জানাল প্রধানমন্ত্রীর দফতর। কিন্তু তাতে বিরোধীদের পাল্টা কটাক্ষ, একে তো চাপের মুখে বাধ্য হয়ে টাকা দেওয়ার ঘোষণা। তা-ও আবার রাজনীতির অঙ্ক কষে ভোটমুখী বিহারে!

 

সোমবার প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইট, বিহারের পটনা এবং মুজফফরপুরে ৫০০ শয্যার দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরির কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পিএম-কেয়ার্স তহবিলের অছি পরিষদ। এর মধ্যে পটনার হাসপাতালটির উদ্বোধন এ দিনই। শীঘ্রই দরজা খুলবে মুজফফরপুরের হাসপাতালটিরও।

দাবি, দু’টি হাসপাতালেই ভেন্টিলেটর-সহ ১২৫টি করে আইসিইউ বেড থাকবে। সাধারণ বেড ৩৭৫টি। তবে এর মধ্যেও অভিযোগ উঠেছে ভোট-রাজনীতির। বিরোধীদের অভিযোগ, বিহারে ভোটের কথা মাথায় রেখেই পিএম-কেয়ার্স তহবিলের টাকায় দুই কোভিড হাসপাতাল বিহারে! তা-ও সেই দিনে, যে দিন নীতীশ কুমারের নেতৃত্বে জোট বেঁধে ভোটে লড়ার কথা জোর গলায় বলেছেন বিজেপি সভাপতি জে পি নড্ডা।

 

 

Leave a Reply

error: Content is protected !!