দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহারে আরজেডি-কংগ্রেস মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন লালুপুত্র তেজস্বী যাদব। দু’দলের জোট নিয়ে আলোচনার শেষে ঠিক হয়েছে ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১৪৪ আসনে লড়বে লালু-তেজস্বীর দল আরজেডি।
পটনায় আসন সমঝোতার বিষয়টি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে বিরোধী মহাজোট। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তেজস্বী জানান, ‘‘দল ১৪৪টি আসন লড়বে। তার মধ্যে থেকেই জোট শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আসন ছাড়া হবে। কংগ্রেস লড়বে ৭০টি আসনে। বাম দল পাবে ২৯টি আসন।’’